নিউজ ডেস্ক : রাজধানীর রমনার বটমূলে বরাবের মতো এবারও সূর্য ওঠার পর বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সোয়া ৬টায় বঙ্গাব্দ ১৪২৩ বর্ষবরণ পহেলা বৈশাখের অনুষ্ঠান শুরু করেছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। দেশের ক্রান্তিলগ্নে বাঙালি জাতির সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গী হয়েছে ছায়ানট।
দেশের এক অস্থির পরিস্থিতিতে এবারের বর্ষবরণ উদযাপনের শিরোনাম দেওয়া হয়েছে- 'মানবতা'। সকাল সোয়া ৬টায় ভোরের রাগালাপ দিয়ে সূচনা হয় বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। প্রায় ২ ঘণ্টা সময় ধরা চলা ছায়ানটের এই অনুষ্ঠান শেষ হবে সকাল সাড়ে ৮টায়। কবিগুরু রবিঠাকুরের 'এসো হে বৈশাখ, এসো এসো' গানটি দিয়ে নতুন বছর উদযাপন করবে বাঙালি জাতি।
১৪ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস