নিউজ ডেস্ক : প্রথমবারের মতো বিভক্ত ঢাকা (উত্তর ও দক্ষিণ) মহানগর কমিটি ঘোষণার পর ২০তম জাতীয় সম্মেলনের তোড় প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সম্মেলনে যোগ দিতে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) আমন্ত্রণ জানিয়েছে দলটি।
মঙ্গলবার রাতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে দেশটিতে সফররত স্বাস্থ্যমন্ত্রীর সম্মানার্থে আয়োজিত নৈশভোজ চলাকালে বিজেপির ন্যাশনাল সেক্রেটারি জেনারেল রাম মাধবের সঙ্গে একান্ত বৈঠকে নাসিম এ আমন্ত্রণ জানান। গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসময় স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বিজেপি সভাপতি অমিত শাহ, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি রাম মাধবসহ জ্যেষ্ঠ নেতাদের আমন্ত্রণ জানান। স্বাস্থ্যমন্ত্রীর বিশ্বস্ত সূত্র বিজেপিকে আমন্ত্রণ জানানোর বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন।
এদিকে বুধবার সকালে ভারতের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার বাসভবনে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর সম্মানে আয়োজন করা প্রাতরাশ ভোজসভার। এসময় দুদেশের স্বাস্থ্যমন্ত্রীর একান্ত বৈঠকে উভয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী ও উন্নয়নমুখী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বলে জানা যায়।
জুলাইয়ে অনুষ্ঠেয় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালে ভারতের স্বাস্থ্যমন্ত্রী আগ্রহের সঙ্গে ঢাকা সফরের আশাবাদ ব্যক্ত করেন।
আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।কাউন্সিল সফলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সহযোগিতা করতে ৯টি উপ-কমিটিও গঠন করেছে দলটি। গত সোমবার (১১ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
১৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস