নিউজ ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে হত্যার হুমকি দেয়া হয়েছে। শুধু তাই নয়, কাফনের কাপড় পাঠিয়ে এই হুমকি দেয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।
বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার পরে তার গুলশানস্থ বাসায় প্যাকেট পাঠানো হয়। বাসার দারোয়ানের কাছে প্যাকেটি দিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তি মোটরবাইক যোগে পালিয়ে যায় ৷ তবে এসময় তিনি বাসায় ছিলেন না৷
বিষয়টি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।
তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের আইভি রহমানের নামে পাঠানো এই উপহার বাক্সের ভেতরে কাফনের কাপড়ে লেখা ছিল, ‘এবার তোর পালা, মৃত্যুর জন্য প্রস্তুত হও।’
লাল কাপড়ে মোড়া ওই প্যাকেটে কাফনের কাপড় ছাড়াও দাফনের কাজে ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র ছিল বলেও দাবি করেন তারানা৷
নানা জনের বিরোধিতা সত্ত্বেও বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন চালিয়ে যাওয়ায় হয়তো এ হুমকি দেয়া হয়েছে বলে ধারণা করছেন তিনি। তারানা হালিম বলেন, ‘এ ধরনের হুমকিতে আমি ভয় পাই না।’
১৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস