বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬, ০৩:০০:১৬

বৈশাখে কারাগারে যে খাবার খেলেন নিজামী-সাঈদী

বৈশাখে কারাগারে যে খাবার খেলেন নিজামী-সাঈদী

নিউজ ডেস্ক : বাংলা নববর্ষে কাশিমপুর কারাগারে প্রায় পাঁচ হাজার বন্দির জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। সেখানে বন্দিদের মধ্যে রয়েছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদী, কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলী, দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি।

কাশিমপুর কারাগারে এবারের নববর্ষের খাবারে রয়েছে ভাত, পান্তা, রুই মাছ, আলু ভর্তা, মুরগির মাংস, ভুনা খিচুড়ি, সালাদ, আলুর দম, সবজি ও ডাল।

এদিকে সকাল ১১টার দিকে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন। এর আগে কারাচত্বরে হাতি-ঘোড়া ও ব্যানার-ফেস্টুন নিয়ে নববর্ষের শোভাযাত্রা বের করা হয়।

এছাড়া হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দেড় হাজারের বেশি বন্দি ও মহিলা কারাগারে তিনশর উপরে নারী বন্দি রয়েছেন।
১৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে