নিউজ ডেস্ক : বাংলা নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট। এদিনটিতে ‘ষোলআনা বাঙালি’ নারী বেশে সেজেছেন তিনি।
বৃহস্পতিবার সকালে মার্কিন দূতাবাসের ফেসবুকে পেজে বার্নিকাট ও দূতাবাসের উপপ্রধান কর্মকর্তা মিলের একটি ছবি প্রকাশ করা হয়। ছবিতে বার্নিকাটকে লাল শাড়ি পরে মাটির সানকিতে ভাত-ইলিশ মাছ-ভর্তা-সালাদ খেতে দেখা যায়।
ছবির ক্যাপশনের শুরুতে বাংলায় লেখা হয়েছে, ‘শুভ নববর্ষ, বাংলাদেশ!’
এরপর ইংরেজিতে লেখা হয়, ‘সবাইকে বাংলা নবর্বষের শুভেচ্ছা। বার্নিকাট ও মিল ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার উপভোগ করছেন।’
ক্যাপশনে সবাইকে নববর্ষের অভিজ্ঞতা জানানোর আহ্বান জানিয়ে লেখা হয়েছে, ‘আপনার নববর্ষ কেমন কাটলো আমাদের সঙ্গে শেয়ার করুন!’
১৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস