নিউজ ডেস্ক : সাংবাদিকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন আইজিপি এ কে এম শহীদুল হক। বৃহস্পতিবার রমনা পার্কে বেড়াতে এসে শেষে তিনি বলেছেন, রাজধানীসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। কোথাও কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি। অন্যান্য বছরের তুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় খুব বেশি কড়াকড়ি আরোপ করা হয়নি।
তিনি বলেন, এবার জনগণ নির্বিঘ্নে নববর্ষ উৎসব পালন করছে। বৈশাখের ছুটিসহ তিন দিনের ছুটি ও প্রচণ্ড গরমের কারণে এবার লোকজনের উপস্থিতি অন্যবারের চেয়ে কম।
আইজিপি বলেন, শুধুমাত্র নগরবাসী নিরাপদে ঘরে ফিরতে পারে এজন্য বিকেল ৫টার মধ্যে সব ধরনের অনুষ্ঠান শেষ করতে বলা হয়েছে। আর সূর্যাস্তের পূর্বে জনসাধারণকে চলে যেতে বলা হয়েছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা সব সময় আছে। তাই মানুষের আস্থা আরো বাড়াতে কাজ করা হচ্ছে। নববর্ষ উৎসবে ভাটা পড়ুক এমন কিছু করা হয়নি।
সাধারণ জনগণ অনেকেই অভিযোগ করেছেন, রমনা পার্কে কোনো অনুষ্ঠান নেই, মেলাও নেই। তাই লোকজন পার্ক ছেড়ে চলে যাচ্ছে? এ ব্যাপারে জানতে চাইলে আইজিপি বলেন, রমনা পার্কে কোনো দিন মেলা ছিল না। আর নতুন করে কোনো অনুষ্ঠান বন্ধও করা হয়নি। আগে যা যা হতো, এখনো তাই হচ্ছে।
১৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস