ঢাকা : বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে যা প্রকাশ করা হয়েছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বৃহস্পতিবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন ২০১৫-এ বলা হয়, গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য মানবাধিকার সমস্যা।
এতে বলা হয়, নিরাপত্তাবাহিনী আইনের অপপ্রয়োগ করছে এবং দায়ী লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে সরকার।
এদিকে বাংলাদেশে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট’র (আইএস) সাংগঠনিক কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেন মন্ত্রী।
বুধবার ইসলামিক স্টেটের (আইএস) মুখপাত্র সাময়িকী ‘দাবিক’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে সংগঠনের বাংলাদেশ শাখার কথিত প্রধান শেখ আবু-ইব্রাহিম আল-হানিফ জানান, বাংলাদেশে ঘাঁটি গেড়ে পাশের দেশে হামলা চালাতে চায় আইএস।
সংগঠনটি বলছে, বাংলাদেশে শক্ত ঘাঁটি তৈরি করতে পারলে সেখান থেকে ভারত-মিয়ানমারে বড় ধরনের হামলা পরিচালনা করতে চায় তারা।
প্রথমবারের মতো আইএস তার ‘বাংলার যোদ্ধা’ দলের প্রধানের পরিচয় প্রকাশ করেছে।
সাংবাদিকদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। তবে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।
বাংলাদেশে নতুন শাখা গঠনের যে বক্তব্য দেয়া হচ্ছে তা সঠিক নয়।
১৫ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম