শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬, ০২:৫০:৪৮

আন্দোলন করতে গেলে মরতে হবে, মেনেই নামতে হবে : গয়েশ্বর

আন্দোলন করতে গেলে মরতে হবে, মেনেই নামতে হবে : গয়েশ্বর

ঢাকা : আন্দোলন করতে গেলে মরতে হবে, এটা মেনেই নামতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।  বিএনপি কবে আন্দোলনে নামবে তা জানেন না বলে জানান তিনি।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপ লাউঞ্জে গণসংস্কৃতি দলের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, নির্বাচনের মাধ্যমে মানুষ হত্যা করা হচ্ছে, এ জন্য জনগণ এ নির্বাচন চায় না বলার পর আবার নির্বাচনে যেতে হবে কেন? নির্বাচন নিয়ে নিজ দলের ডাবল স্ট্যান্ডার্ড নীতির সমালোচনা করেন তিনি।

তিনি বলেন, দুর্নীতিবাজ লোক নিয়ে আন্দোলন করলে তা সফল হবে না। সুশৃঙ্খল লাখ লাখ কর্মী থাকার পরও আমরা কেন আন্দোলন করতে পারছি না তার জবাব খুঁজে বের করতে হবে।  গুলশান-বনানীতে না থাকলে যাদের রাতের ঘুম হয় না তাদের দিয়ে আন্দোলন হবে না।

গয়েশ্বর বলেন, সরকার মনে করছে বিএনপি আর রাজপথে নামতে পারবে না।  আমিও জানি না, কবে আন্দোলনে নামব।  কিন্তু দেশবাসীর জাতীয়তাবাদী মনের ভূমিকম্প কখন কোন অবস্থায় হবে, এর ক্ষয়ক্ষতি কী হবে তা সরকার বুঝতে পারছে না।  আমরাও বুঝতে পারছি না।

প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, উনি বলেছেন, ইলিশ মাছ খাবেন না, কিন্তু গণতন্ত্র খাবেন না, এটা বলেননি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, বিশ্ববিদ্যালয় অধ্যাপক সুকোমল বড়ুয়া, জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম, লেখক গোলাম মোস্তফা ভুঁইয়া প্রমুখ।
১৫ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে