নিউজ ডেস্ক : বিএনপিতে যোগ দিচ্ছেন বামপন্থী দুই জন ছাত্রনেতা। তারা হলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীর ক্ষমতাসীন ১৪ দলের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্র মৈত্রীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আতাউর রহমান ডালী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি জহির উদ্দিন বাবু।
শনিবার রাত সাড়ে ৮টায় বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বিএনপিতে যোগ দিবেন তারা। শুক্রবার এ তথ্য জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
১৯৮০ সালের ৬ ডিসেম্বর ছাত্র মৈত্রী প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এবং সাধারণ সম্পাকদ ছিলেন আতাউর রহমান ডালী। এর আগে ভাসানী ন্যাপের জাতীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন ডালী।
১৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস