নিউজ ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সাংসদ রুশনারা আলীকে বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত হিসেবে নিয়োগ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
শুক্রবার ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পয়লা বৈশাখে ‘বেথনাল গ্রিন অ্যান্ড বো’ আসনের এমপি রুশনারা আলীকে ট্রেড এনভয় নেটওয়ার্কের বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত হিসেবে নির্বাচন করেন প্রধানমন্ত্রী ক্যামেরন।
১৯৭৫ সালে সিলেটের বিশ্বনাথে জন্মগ্রহণ করেন রুশনারা আলী। মাত্র ৭ বছর বয়সে পরিবারের সঙ্গে লন্ডনে যান তিনি। সেখানে তিনি মালবেরি স্কুলস অব গার্লস ও টাওয়ার হ্যামলেট কলেজে শিক্ষালাভ করেন।
পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট জন্স কলেজে তিনি দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন। ২০০৭ সালে এপ্রিলে লেবার পার্টির পক্ষ থেকে নির্বাচনে অংশ নিয়ে বেথনাল গ্রিন অ্যান্ড বাউ এলাকার জন্য নির্বাচিত হন।
২০১০ সালের ৬ মে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি হাউজ অব কমনসে নির্বাচিত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী। ২০১০ সালে নির্বাচিত প্রথম ৩ মুসলিম ব্রিটিশ নারী এমপির অন্যতম রুশনারা আলী।
১৫ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম