শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬, ০৩:৫১:৪৬

বিদেশে নারী গৃহকর্মী প্রেরণে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি

বিদেশে নারী গৃহকর্মী প্রেরণে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি

নিউজ ডেস্ক :  মধ্যপ্রাচ্যে নারী গৃহকর্মীরা প্রায়শই নির্যাতনের শিকার হন। বাংলাদেশ থেকেও যেহেতু মধ্যপ্রাচ্যে নারী শ্রমিক পাঠানো হয় সেহেতু নির্যাতনের বিষয়টি জাতীয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই উদ্বেগের অবসানে অভিভাসন খাতে সঠিক ব্যবস্থাপনা ও সুশাসন প্রতিষ্ঠার গুরুত্ব দেওয়া হয়েছে রাজধানীতে গত বুধবার অনুষ্ঠিত এক জাতীয় সংলাপে।

সংলাপে বলা হয়েছে, কাজের জন্য যারা বিদেশে যান তারাও মানুষ। তাদের মানবিক অধিকারের দিকে নজর দিতে হবে। বিশেষত মধ্যপ্রাচ্যে নারী শ্রমিকরা যাতে কোনোভাবেই নির্যাতিত না হন তা নিশ্চিত করতে হবে। শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপেও গৃহকর্মী নিয়োগের সুযোগ রয়েছে। এ ব্যাপারে প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্জিত বৈদেশিক মুদ্রার প্রধান উৎস। এ অর্থ সংশ্লিষ্ট প্রবাসীদের পরিবারের জীবন-জীবিকার উৎস হিসেবে যেমন বিবেচিত হয়, তেমন জাতীয় সমৃদ্ধির চাবিকাঠি হিসেবেও তা ভূমিকা পালন করে।

ফলে বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে আরও দায়িত্বশীল হয়ে ওঠার বিকল্প নেই। বিশেষত নারী শ্রমিকরা যাতে কোনোভাবেই নিগৃহীত না হয় তা নিশ্চিত করা জাতীয় কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত। জাতিসংঘ মহাসচিব পাঁচ-ছয় বছর আগে ঘোষণা করেছিলেন কোথাও নারী গৃহকর্মী নির্যাতনের বিষয়টি সহ্য করা হবে না। জাতিসংঘ মহাসচিবের এ বক্তব্যে নারী গৃহকর্মীদের সুরক্ষার ব্যাপারে জাতিসংঘের প্রত্যয়ী মনোভাবের প্রকাশ ঘটলেও দুর্ভাগ্যজনক হলেও সত্যি, নির্যাতন তারপরও থেমে নেই। ফলে জাতিসংঘসহ বিশ্বসমাজকেও নারী গৃহকর্মী নির্যাতন বন্ধে শক্ত হতে হবে।

লক্ষণীয় যে, গৃহকর্মী নির্যাতনের ঘটনার সঙ্গে একশ্রেণির আদম বেপারিরও সম্পর্ক রয়েছে। তারা এক দেশে পাঠানোর নাম করে অন্য দেশে নারী গৃহকর্মী পাঠিয়ে তাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে। নারী গৃহকর্মীদের যৌন ব্যবসার জন্য বিক্রি করে দেওয়ার জঘন্যতম অভিযোগও রয়েছে কোনো কোনো জনশক্তি এজেন্সির বিরুদ্ধে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নিতে সরকারকে সক্রিয় হতে হবে। যেসব দেশে নারী গৃহকর্মী পাঠানো হবে, সেসব দেশের সরকারের পক্ষ থেকে তাদের নিরাপত্তার নিশ্চয়তা যাতে দেওয়া হয় সে বিষয়েও উদ্যোগী হতে হবে। প্রবাসী কর্মীদের আয় জাতীয় অর্থনীতির জন্য খুবই দরকারি। তবে তা মানুষের জীবন ও সম্মানের বিনিময়ে কাম্য হতে পারে না।-বিডি-প্রতদিনি
১৬ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে