নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের একমাত্র জীবিত সদস্য ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফ্ফর আহমদ তার ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ঢাকার বাসভবন থেকে বৃহস্পতিবার দুপুরে বলেছেন, ‘আমি বিশ্বাস করি বিলম্বে হলেও এদেশে একদিন সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবেই।’
তিনি আরও বলেন, ‘শ্রমজীবী-গরিব-মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে শোষণহীন সমাজ ব্যবস্থা তথা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিকল্প নেই। তার জন্য মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে মেহনতি মানুষের সংগ্রাম চালিয়ে যেতে হবে।’
কুমিল্লার দেবিদ্বার উপজেলা ন্যাপ ও চেতনায় মুক্তিযুদ্ধ বাংলাদেশের উদ্যোগে নিজ গ্রাম এলাহাবাদে অধ্যাপক মোজাফ্ফর আহমদের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৪ দেবিদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল মুন্সী।
আরো বক্তব্য রাখেন ন্যাপ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা জাকির হোসেন, ন্যাপ কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক অনিল চক্রবর্তী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, আওয়ামী লীগ দেবিদ্বার উপজেলা সভাপতি আলহাজ জয়নুল আবেদীন প্রমুখ।-বিডি-প্রতদিনি
১৬ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এএম