শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬, ১০:১৮:০৪

ব্রিটিশ রানির জন্মদিনের কেক বানাচ্ছেন বাংলাদেশি মুসলিম তরুণী নাদিয়া

ব্রিটিশ রানির জন্মদিনের কেক বানাচ্ছেন বাংলাদেশি মুসলিম তরুণী নাদিয়া

নিউজ ডেস্ক : রানি দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিনের কেক তৈরি করছেন বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া হোসেইন। প্রভাবশালী ব্রিটিশ বাংলাদেশিদের শীর্ষে রয়েছেন তিনি।

গত বছর ‘গ্রেট ব্রিটিশ বেক অফ’ শিরোপাজয়ী নাদিয়া শুক্রবার এক টেলিভিশন অনুষ্ঠানে এ তথ্য জানান । অনুষ্ঠানে নাদিয়া বলেন, তার এই কেক হবে কমলার স্বাদের।তিনি এতোটাই আপ্লুত ছিলেন যে চিৎকার করে এ খবর বলতে ইচ্ছা করছিল তার।

তিনি বলেন, রানির জন্মদিনের কেকের কথা আপনি কতবার বলতে পারেন।আমি তো রানিকে না বলতে পারি না, পারি কি?

কমলালেবুর দই দিয়ে অরেঞ্জ ড্রিজল কেক তৈরি করছেন নাদিয়া। ২১ এপ্রিল উইন্ডসর ক্যাসলের গিল্ডহলে রানির জন্মদিনের আয়োজনে তিনি নিজে কেকটি পৌঁছে দেবেন।

নাদিয়া জানালেন, তিনি এতোটাই ভয়ে ছিলেন যে ওভেনের দিকে নজর দেওয়ার সাহস পাচ্ছিলেন না। কয়েক সপ্তাহ আগে কেক তৈরির আদেশ পেলেও আগে খবরটি তিনি প্রকাশ করেননি।

লুটনের বাসিন্দা তিন সন্তানের জননী এই বাংলাদেশি বংশোদ্ভূত বলেন, তার সন্তানরা বিষয়টি জানলেও গোপন রেখেছে। -বিডিনিউজ
১৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে