শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬, ১১:০০:৩৭

জয় হত্যাচেষ্টা মামলায় শফিক রেহমান গ্রেপ্তার

জয় হত্যাচেষ্টা মামলায় শফিক রেহমান গ্রেপ্তার

নিউজ ডেস্ক : বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানকে পল্টন থানার ২০১৫ সালে দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে গোয়েন্দা পুলিশ(ডিবি)। তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ জানান, গত বছর পল্টন থানায় দায়েরকৃত একটি মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মারুফ হোসেন সরদার বলেন, ২০১৫ সালের অগাস্ট মাসের পল্টন থানার একটি রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

উপকমিশনার মশরুকুর রহমান খালেদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ঘটনায় গত বছর পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কিছু সময়ের মধ্যেই তাকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দাবি, প্রধানমন্ত্রীর ছেলেকে অপহরণ ও হত্যা চেষ্টার ওই মামলায় শফিক রেহমানের সংশ্লিষ্টতা পাওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়।

 

শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমানের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শাযরুল কবির খান জানিয়েছেন, সাদা পোশাকের কয়েকজন লোক শনিবার সকাল ৮টার দিকে তাকে তার ইস্কাটনের বাসা থেকে নিয়ে যায়। পরে এক ফেসবুক স্ট্যাটাসে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফক কামাল খানও একই তথ্য জানান।

শফিক রেহমান নানা সংবাদ মাধ্যমে কাজ করলেও গত শতকের ৮০ এর দশকে সাপ্তাহিক যায়যায়দিন সম্পাদনার মধ্য দিয়ে ব্যাপক পরিচিতি পান।

তখন সামরিক শাসক এইচ এম এরশাদের রোষানলে পড়ে তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল। এরশাদের পতনের পর ফের বাংলাদেশে ফেরেন বিবিসিতে কাজ করে আসা এই সাংবাদিক।

সর্বশেষ বিএনপি সরকারের আমলে তিনি দৈনিক যায়য়ায়দিন বের করেন। তবে সাবেক তত্ত্বাবধায়কব সরকারের আমলে এর মালিকানা তার হাতছাড়া হয়ে যায়।

সাম্প্রতিক সময়ে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। তাকে বিএনপির অন্যতম থিঙ্কট্যাঙ্ক হিসেবে বিবেচনা করা হয়। ‘লাল গোলাপ’ নামে একটি অনুষ্ঠান নিয়ে এখন সম্প্রচার মাধ্যমে সক্রিয় তিনি।

প্রখ্যাত অধ্যাপক সাইদুর রহমানের ছেলে শফিক রেহমানের স্ত্রী তালেয়ার প্রতিষ্ঠান ডেমোক্রেসি ওয়াচ নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা হিসেবে সক্রিয়।
১৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে