মোঃ রাসেদুজ্জামান সাজু, ঠাকুরগাঁও প্রতিনিধি: বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট শফিক রেহমানকে অবিলম্বে মুক্তি দেয়ার আহবান জানিয়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে ঠাকুরগাঁও পৌর এলাকার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত গোয়ালপাড়া এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, এতে প্রমান হয় দেশে গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই, নেই লোখার স্বাধীনতা। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, মুক্তিযোদ্ধা নুর করিমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে শহরের সেনুয়াপাড়া পুরতন গোরস্থানে বাবার কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। বিএনপির পূর্ণাঙ্গ মহাসচিব হওয়ার পর এটি তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের প্রথম সফর। শনিবার বিকেল ৩টায় তিনি ঢাকার উদ্দেশ্যে ঠাকুরগাঁও ত্যাগ করবেন।
এদিকে শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, সরকারের ব্যর্থতা ঢাকতেই সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করেছে।
১৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস