নিউজ ডেস্ক : গাজীপুরের মেয়র এম এ মান্নান এবং বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানের মুক্তি দাবী করে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। সংবাদ সম্মেলন থেকে সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
আজ শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী লিখিত বক্তব্য পাঠ করেন। সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে মান্নান এবং শফিক রেহমানকে গ্রেপ্তার করেছে বলে তিনি দাবী করেন।
রিজভী বলেন, আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করছি তাদের জীবন যাপন নিরাপদ নয়। আর যারা সরকারের অপকর্ম ও অপশাসনের খবরাখবর রেখেন তারাও নিরাপদ নয়। সরকারের সর্বশেষ নির্যাতনের শিকার হলেন শফিক রেহমান। তাকে গ্রেপ্তার করা সরকারের চৈতন্য লোপের শামিল।
তিনি আরও বলেন, শফিক রেহমানকে গ্রেপ্তার একটি ঘূর্ণ্য নাটক। সরকার কোনো দিক সামাল দিতে পারছে না। তার মতো একজন গুণী ব্যক্তিকে গ্রেপ্তার করে সরকারের ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা করছেন। তাকে গ্রেপ্তারে বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। যে মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তা প্রত্যাহার করে তার মুক্তির দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জেড এম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।
১৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন