শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬, ০২:২১:৫১

৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

নিউজ ডেস্ক : বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট শফিক রেহমানের ৭ দিনের রিমান্ডের আবেদন জানাবে মহানগর গোয়েন্দা(ডিবি) পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকাল ৮টায় শফিক রহমানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।

পল্টন থানায় গত বছরের আগস্টে দায়ের হওয়া ওই মামলায় তাকে বর্তমানে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবির উপ-কমিশনার (ডিসি) মাসরুকুর রহমান খালেদ জানান, শফিক রেহমানকে দুপুর দুইটার দিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন জানানো হবে।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবির অপর উপ-কমিশনার মারুফ হোসেন সরদার দাবি করেন, শফিক রেহমান ২০১৩ সালে যুক্তরাষ্ট্র গিয়ে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার পরিকল্পনা করেছিলেন।

দুই উপ-কমিশনার জানান, ২০১৫ সালের ০৩ আগস্ট সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার প্রেক্ষিতে পল্টন থানায় একটি মামলা করা হয়। মামলাটিতে মোহাম্মদউল্লাহ মামুন নামে একজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছিলো। এ মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই মোজাম্মেল হক। মামলার সাক্ষগ্রহণের পর তদন্ত কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ওই হামলার ঘটনায় শফিক রেহমানের সংশ্লিষ্টতা খুঁজে পান। ডিবি পুলিশও ছায়া তদন্ত করছিলো। তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় তাকে আসামি তালিকাভুক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।

শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান ডিবি কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করে এসেছেন বলেও জানান মাসরুকুর রহমান খালেদ।

শফিক রেহমান বিএনপির নীতিনির্ধারক পর্যায়ের একজন বুদ্ধিজীবী হিসেবে পরিচিত। তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়গুলো দেখতেন বলেও দাবি করেছে বিএনপি।
১৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে