শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬, ০৩:১৩:৩০

ব্রিটিশ হাই কমিশনকে জানিয়েছে বিএনপি

ব্রিটিশ হাই কমিশনকে জানিয়েছে বিএনপি

নিউজ ডেস্ক : বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট শফিক রেহমানের গ্রেপ্তারের বিষয়ে ব্রিটিশ হাই কমিশনারকে অবহিত করেছে বিএনপি। শনিবার সকালে তাকে গ্রেপ্তার করার পর সাড়ে ১২টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘যেহেতু শফিক ভাই ব্রিটিশ নাগরিক, তাই তার স্ত্রী এ ব্যাপারে ব্রিটিশ অ্যাম্বাসিতে জানানোর জন্য আমাকে অনুরোধ করেছিলেন। তার অনুরোধের পরিপ্রেক্ষিতেই আমি ব্যক্তিগতভাবে অ্যাম্বাসির এক কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।’

এর আগে আজ সকাল ৮টার দিকে ইস্কাটনের নিজ বাসা থেকে শফিক রেহমানকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নেয়া হয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। এরপর তাকে ২০১৫ সালের আগস্ট মাসে পল্টন থানায় দায়ের করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্ট সজীব ওয়াজেদ জয় অপহরণের চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ইতোমধ্যে ৭ দিনের রিমাণ্ড চেয়েছে ডিবি।
১৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে