নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তির ফল ঘোষণা করা হবে ১৯ এপ্রিল মঙ্গলবার। ওইদিন সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফল ঘোষণা করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। এবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বাড়ার পাশাপাশি বৃত্তির অর্থের পরিমাণও বাড়ছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার প্রাথমিকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৮২ হাজার ৫০০ করা হয়েছে। গত ডিসেম্বরে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে শিক্ষার্থীরা বৃত্তি পাবে।
সূত্র জানায়, বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তিন বছর এই টাকা পাবে। মেধা কোটায় (ট্যালেন্টপুল) বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী। এতদিন এই কোটায় বৃত্তি পেত ২২ হাজার শিক্ষার্থী। সাধারণ কোটায় বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০। এই কোটায় এতদিন বৃত্তি পেত ৩৩ হাজার শিক্ষার্থী।
জানা যায়, আগে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মাসে ২শ’ টাকা করে দেয়া হলেও এবার থেকে ৩শ’ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ১৫০ টাকার পরিবর্তে ২২৫ টাকা করে দেয়া হবে।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর প্রকাশিত প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলে ৯৮ দশমিক ৫২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৭৫ হাজার ৯৮০ জন। আগে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার জন্য আলাদা পরীক্ষা নেয়া হতো।
২০১০ সালে ক্ষুদে শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা চালুর পর পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে উপজেলাভিত্তিক বৃত্তি দেয়া হচ্ছে।
১৬ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম