নিউজ ডেস্ক : শনিবার সকালে রাজধানীর ইস্কাটনে নিজ বাসভবন থেকে পুলিশের গোয়েন্দা শাখা শফিক রেহমানকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার।
শফিক রেহমানের বাসার বাবুর্চি আলী আজম, যিনি ওই বাসাতেই থাকেন এবং সকালের ঘটনার প্রত্যক্ষদর্শী- তিনি বিবিসি বাংলাকে বলেন, যারা শফিক রেহমানকে নিয়ে গেছে তারা ভোর ৬টায় বাসার বাইরে এসেছিল এবং বাসার ভেতরে ঢোকে ৭টার দিকে।
আলী আজম বলেন, 'ওরা বললো- বৈশাখী চ্যানেল থেকে আসছে সাহেবের সাক্ষাৎকার নিতে। সাহেবের কাছে জানানোর পর সাহেব বলছেন- নিচে বসাও আর ওদের চা-নাস্তা দাও।'
তিনি বলেন, 'ম্যাডামের' শরীর অসুস্থ থাকায় তিনি (শফিক রেহমান) তার জন্য নাস্তা তৈরি করছিলেন, তাই দারোয়ানকে দিয়ে চা-নাস্তা নিচে পাঠিয়ে দেন।
আলী আজম জানান, কিছুক্ষণ পর তিনি দেখেন শফিক রেহমান তিনতলা থেকে নিচে নামছেন।
তিনি বলেন, 'সাহেব নাস্তা না খেয়েই নামছেন দেখে আমি ভাবছি সাহেব যাইতেছে ক্যান? নাস্তা না খাইয়াই যায়গা? তো আমি সামনের দিকে আগাইসি। সামনে আগানোর পর দেখি যে একটা লোক সামনে। এরপরে মাঝখানে হল সাহেবে- এবং আরেকজন লোক। নেমে যাইতেসে গিয়া সিঁড়ি দিয়া।'
আলী আজম বলেন, বাসার বাইরে এসেছিল বেশ কয়েকজন লোক, কিন্তু বাসার ভেতরে ঢোকে সাদা পোশাকে তিনজন লোক।
তারা তাদের পরিচয়ের একটি কার্ড দিয়েছিল বলে বাবুর্চি আলী আজম বিবিসি বাংলাকে জানান, যে কার্ডটি শফিক রেহমান তাকে রাখতে দিয়েছিলেন। শফিক রেহমান নিচে নেমে যাবার পর তারা ওই কার্ডটি ফেরত চান বলে জানান আলী আজম।
তিনি বলেন, 'একজন লোক আইস্যা কয় কার্ডটা দাও। তো আমি কই কার্ডটা আমাকে দিসে সাহেবে- আমি আপনারে দিমু ক্যান? তো কয় - ওই ব্যাটা দে। ওই ব্যাটা দে। দিবি না?- বলে তখন দুইটা ঘুষি মারছে আমাকে। ঘুষি মাইরা কয়- আমরা ডিবির লোক। তখন কার্ডটা নিয়া গেল।'
এর পর নিচে থেকে তারা খবর পান যে শফিক রেহমানকে ধরে নিয়ে গেছে। বাবুর্চি আলী আজমের কথায় সময়টা তখন ছিল সকাল ৮টা ২৫ মিনিট।
এদিকে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে তাকে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রবীণ এই সাংবাদিককে শনিবার সকালে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে গ্রেপ্তার করা হলে রাতে ফেইসবুকে এক স্ট্যাটাসে একথা বলেন তথ্য-প্রযুক্তিবিদ জয়।
১৭ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস