নিউজ ডেস্ক : ছাত্রমৈত্রীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বাবু এবং ভাসনী স্মৃতি সংসদের সহ-সভাপতি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান যাদু মিয়ার কন্যা ন্যান্সি রহমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।
শনিবার রাতে গুলশান কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে খালেদা জিয়াকে কিছুটা উৎফুল্ল দেখা গেছে। এসময় তিনি বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠূ নির্বাচন হতে পারে না। তাদেরকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। ক্ষমতা ছেড়ে দিতে হবে এবং নিরপেক্ষ সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন করতে হবে।
সরকারের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, আমাদের দাবি ছোট্র। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা দেখেছেন জনগণ ভোট দিতে পারেনি। তাই প্রমাণ হয়েছে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আসুন লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচন করি। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হউক, এটাই আামদের দাবি। এই দাবিতে আমরা অটল থাকবো।
আওয়ামী লীগ ডিজিটাল কায়দায় ব্যাংক লুট করছে অভিযোগ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালে অতীতেও ব্যাংক লুট হয়েছে। এবার ডিজিটাল কায়দায় ব্যাংক লুট হয়েছে। তাই তরুণদের জেগে উঠতে হবে। তা না হলে ভবিষ্যতে তাদের ক্ষতি হবে।
যোগদানকারী নেতাদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, ক্ষমতা আমাদের কাছে বড় নয়, আমরা চাই দেশে গণতন্ত্র ফিরে আসুক। তাই এই কঠিন ও দুঃসময়ে বিএনপিতে যোগদান করায় আপনাদের স্বাগত জানাচ্ছি।
সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, অন্যায়ভাবে শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে। ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। কারণ তার লেখা পড়ে সরকারের জ্বালা হতো। এভাবে প্রগতিশীলদের স্তব্দ কর দিকে চায় সরকার। একইভাবে সাংবাদিক মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। আমি অবিলম্বে শফিক রেহমান, মাহমুদুর রহমান, শওকত মাহমুদ, মাহমুদুর রহমান মান্না, গাজীপুর সিটি মেয়র আব্দুল মান্নানসহ গ্রেফতাকৃদের মুক্তি দাবি করছি।
এর আগে স্বাগত বক্তব্য দেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সদ্য বিএনপি যোগ দেওয়া নেতা আতাউর রহমান ঢালী, জহুরুল ইসলাম বাবু ও ন্যান্সি রহমান।
১৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস