ঢাকা : বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, যে দেশে দক্ষ নার্স সংকট রয়েছে, সে দেশে নার্সদের বেকার থাকা সরকারের জন্য এটা লজ্জাজনক।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে নার্সদের লাগাতার অবস্থান ধর্মঘটে সংহতি প্রকাশ করে তিনি এ কথা বলেন।
আবুল মকসুদ বলেন, স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসক বা ওষুধে হয় না এর জন্য প্রয়োজন দক্ষ নার্স। দেশে দক্ষ নার্সের অভাব না থাকলেও হাসপাতালগুলোতে নার্স সংকট রয়েছে। এজন্য অনেককেই থাইল্যান্ড, সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যাচ্ছে।
তিনি বলেন, হাসপাতালে নার্স ডাক্তারের মতই অপরিহার্য। অথচ সেই নার্সদের হাসপাতালে রোগীর পাশে থাকার কথা দুই সপ্তাহ ধরে রাস্তায় বসে বলে আসছে।
আবুল মকসুদ বলেন, তারা নার্সিং কোর্স শেষ করেছে যোগ্যতার প্রমাণ দিয়েই, তাদের অবিলম্বে সরকারি হাসপাতালে নিয়োগ দেয়া প্রয়োজন।
প্রসঙ্গত, নার্সদের দুটি সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) এবং বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি (বিবিজিএনএস) ১৪ দিন ধরে ব্যাচ, মেধা ও জেষ্ঠ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করে আসছে।
১৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম