সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬, ০৬:০৭:৫৩

জয়কে 'অপহরণ চক্রান্তে' মাহমুদুর রহমানও ছিলেন

জয়কে 'অপহরণ চক্রান্তে' মাহমুদুর রহমানও ছিলেন

আমানুর রহমান রনি : প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চক্রান্তে এবার আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানেরও সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ। একই চক্রান্তে সংশ্লিষ্টতার অভিযোগে প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে শনিবার গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে।

জানা গেছে, মাহমুদুর রহমানকেও এ মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হবে।

এছাড়া মিল্টন ভুঁইয়া নামে আরও এক আমেরিকা প্রবাসী বিএনপি নেতার নাম পেয়েছে পুলিশ। যিনি পুরো ষড়যন্ত্রের মধ্যস্থতা করেছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও বাংলাদেশসহ কয়েকটি দেশে এ নিয়ে ষড়যন্ত্রকারীরা একাধিকবার বৈঠক করেছেন। নিজেদের মধ্যে তারা মেইলের মাধ্যমে যোগাযোগ করতেন। এমন কিছু মেইলও হাতে পেয়েছে পুলিশ। এসব তথ্য এখন যাচাই বাছাই করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে জয় সম্পর্কে তথ্য ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা সংক্রান্ত দলিল সংগ্রহের জন্য ঘুষ লেনদেনের ঘটনায় এফবিআইয়ের সাবেক স্পেশাল এজেন্ট রবার্ট লাস্টিক, তার বন্ধু জোহান্স থ্যালার এবং থ্যালারের পরিচিত রিজভী আহমেদ সিজারকে অভিযুক্ত করা হয়েছে। বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাস- এর সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনের ছেলে রিজভী আহমেদ সিজার। পরে রিজভী আহমেদ এবং থ্যালের যথাক্রমে ৪২ মাস ও ৩০ মাসের সাজা হয়েছে। তাদের আরও দুই বছর নজদারিতে রাখারও নির্দেশনা দিয়েছেন আদালত। লাস্টিক অন্য ঘটনায় গ্রেফতার হয়ে জেলহাজতে আছেন। এ সংক্রান্ত জাস্টিস ডিপার্টমেন্টের প্রেস রিলিজে প্রকাশিত তথ্য পর্যালোচনায় দেখা যায়, গোপন তথ্য সংগ্রহের বিনিময়ে রিজভী আহমেদ সিজারের কাছ থেকে লাস্টিক ও থ্যালার কমপক্ষে ১০০০ ইউএস ডলার গ্রহণ করেন।
১৮এপ্রিল২০১৬/এমটিনিউজ২৪.কম/এএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে