সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬, ০২:৩২:৩৯

‘রিজার্ভ চুরিতে ২০ বিদেশি শনাক্ত’, তারা কারা ?

‘রিজার্ভ চুরিতে ২০ বিদেশি শনাক্ত’, তারা কারা ?

নিউজ ডেস্ক : মার্কিন ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮০০ কোটি টাকা চুরির ঘটনায় ২০ বিদেশি জড়িত বলে জানতে পেরেছে পুলিশের অপরাধ বিভাগ (সিআইডি)। বিশ্বের সবচেয়ে বড় অর্থ হ্যাকিংয়ের এ ঘটনার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তাও জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে গোয়েন্দা সংস্থাটি।

সোমবার এক প্রেস ব্রিফিংয়ে সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক শাহ আলম এ তথ্য জানিয়েছেন। সারা বিশ্বে সাড়া ফেলে দেওয়া এই ঘটনার তদন্তে শ্রীলঙ্কা ও ফিলিপিন্স ঘুরে আসার পর তিনি এই আনুষ্ঠানিকভাবে কথা বলেন।

ওই ২০ জন শ্রীলঙ্কা, ফিলিপিন্স, চীন ও জাপানের নাগরিক বলে জানালেও ‘তদন্তের স্বার্থে’ তাদের পরিচয় প্রকাশ করেননি সিআইডির তদন্ত দলের এই সদস্য।

ওই ঘটনায় বাংলাদেশের কেউ জড়িত ছিলেন কিনা- এমন প্রশ্নে শাহ আলম বলেন, সুরক্ষার ক্ষেত্রে কারও না কারও খামখেয়ালিপনা তো ছিলোই। যারা এসব খামখেয়ালিপনার সঙ্গে জড়িত, তারা নতুন প্রযুক্তির সব বিষয় বুঝতো না বলে অজুহাত দিচ্ছে। এগুলো আমরা বের করার চেষ্টা করছি। লিংক পেলেই পরিষ্কার হয়ে যাবে।

তবে রিজার্ভের টাকা যে ‘হ্যাকিংয়ের মাধ্যমেই’ সরানো হয়েছে, সে বিষয়ে ‘কোনো সন্দেহ নেই’ বলে মন্তব্য করেন এই তদন্ত কর্মকর্তা।

যে বিদেশিদের শনাক্ত করা হয়েছে, বাংলাদেশে তাদের বিচারের মুখোমুখি করার সুযোগ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে।
১৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে