সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬, ০৩:৪৬:২২

যেকোনো সময় ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে পারে সরকার : রিজভী

যেকোনো সময় ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে পারে সরকার : রিজভী

ঢাকা : বিএনপির নিখোঁজ সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সরকারের হাতেই আছেন বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক আলোচনা সভায় এ দাবি করেন তিনি।

ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার চতুর্থ বার্ষিকীতে তার সন্ধান চেয়ে এ সভার আয়োজন করে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়বাদী ছাত্র ফোরাম।

ফোরামের সভাপতি এবং ছাত্রদলের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক মোহন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির বিদায়ী স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিশেষ অতিথি ছিলেন বিদায়ী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

রিজভী বলেন, সরকারের হাতেই রয়েছেন ইলিয়াস আলী।  প্রধানমন্ত্রী নিজেই জানেন কোথায় আছেন এম ইলিয়াস আলী।  সরকার চাইলে যেকোনো সময় ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে পারেন।

তিনি বলেন, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর দেশে আন্দোলন শুরু হয়। কিন্তু সেসময় আমাকে গ্রেফতার করা হলে কিছুদিন পর আন্দোলন থেমে যায়। আমাকে গ্রেফতার করার কিছুদিন পর কেন আন্দোলন থেমে যায়? আরো কিছুদিন আন্দোলন অব্যাহত থাকলে আমরা ইলিয়াস আলীকে ফিরে পেতে পারতাম।
১৮ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে