নিউজ ডেস্ক : জুতার ভেতর মিললো ৪০ লাখ টাকার সোনা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে আটক করা হয়। তার জুতার ভেতর থেকে ৭টি সোনার বার উদ্ধার করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম জানা যায়নি।
সোমবার রাতে কাস্টমস কর্তৃপক্ষ এ সোনার বার উদ্ধার করে। বিমানবন্দর সূত্র জানায়, রাত ১০ টার পর সিঙ্গাপুর থেকে রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স-৭৮৫ ফ্লাইটে ওই যাত্রী বিমানবন্দরে নামেন। গ্রিন চ্যানেলে গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করা হয়।
একপর্যায়ে তার জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০০ গ্রাম ওজনের সাতটি সোনার বার ও ১০০ গ্রাম স্বর্ণলঙ্কার উদ্ধার হয়। যার মূল্যে প্রায় ৪০ লাখ টাকা।
বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি অনুমতি ছাড়া সোনার বার ও স্বর্ণালঙ্কার আনায় তা জব্দ করা হয়েছে বলে জানান কাস্টমসের সহকারী কশিনার শহিদুজ্জামান।
১৯ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস