ঢাকা : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও থিয়েটারকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিট একটি বেঞ্চ থেকে আউট অব লিস্ট হওয়ার পর হাইকোর্টের নতুন বেঞ্চের কার্যতালিকায় এসেছে।
মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. সেলিমের বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য তালিকায় ৫৩ নম্বরে ছিল।
রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, তনু হত্যার বিষয়ে করা রিটটি মঙ্গলবারের কার্যতালিকায় ছিল। কিন্তু বিচারপতি নাঈমা হায়দার নেতৃত্বাধীন বেঞ্চ থেকে এ মামলা সংক্রান্ত নথিপত্র নতুন বেঞ্চে না আসায় শুনানি হয়নি। বুধবার রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
এর আগে সোমবার বিচারপতি নাঈমা হায়দার নেতৃত্বাধীন বেঞ্চ তনু হত্যার বিষয়ে করা মামলার তদন্ত চলমান এ যুক্তি দেখিয়ে আবেদনটি আউট অব লিস্ট করে আদেশ দেন।
পরে আবেদনটি নিয়ে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে নিয়ে যান রিটকারী।
৪ এপ্রিল তনু হত্যার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিট আবেদনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তনু হত্যাকারীদের গ্রেফতারের নির্দেশনা চাওয়া হয়।
রিটে হত্যাকারীদের গ্রেফতারে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- এ মর্মে রুল জারির পাশাপাশি ৩০ লাখ টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়।
উল্লেখ্য, ২০ মার্চ রোববার রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি শেষে বাসায় ফেরার পথে নিখোঁজ হন তনু। রাতেই অলিপুরের একটি ঝোঁপের মধ্যে তনুর থেঁতলানো মরদেহ পাওয়া যায়। পাশেই ছিল তার জুতা, ছেঁড়া চুল, ছেঁড়া ওড়না।
ভিক্টোরিয়া কলেজের অনার্সের ছাত্রী তনু কুমিল্লা ময়নামতি সেনানিবাসের ভেতরে অলিপুর এলাকায় সপরিবারে থাকতেন। তার বাবা ইয়ার হোসেন ক্যান্টনমেন্ট বোর্ডের চতুর্থ শ্রেণির কর্মচারী।
১৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম