ঢাকা : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও কেউ গ্রেপ্তার না হওয়ায় হতাশা প্রকাশ করেছে সংস্কৃতিকর্মীরা। তনু হত্যার বিচার দাবিতে আগামী ২৩ এপ্রিল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশের প্রতিটি জেলায় প্রতিবাদ সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বলন করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
১৯ এপ্রিল মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি ঘোষণা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। তনু হত্যার বিচার দাবিতে পাঁচ দিনব্যাপী প্রতিবাদী অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, যা চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।
প্রতিদিন বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, আমরা হতাশার সঙ্গে লক্ষ্য করছি, তনু হত্যাকাণ্ডে এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি। তদন্তকারীরা এখনো কোনো আশ্বাস দিতে পারেনি যে, তারা এ ঘটনার কোনো ক্লু পেয়েছে।
তিনি বলেন, এ হত্যার বিচার কোথায় যাচ্ছে আমরা জানি না। এ ঘটনায় দোষিদের গ্রেপ্তার ও বিচার চাই।
জোটের সাবেক সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বলেন, কেন এসব ঘটনার বিচার দাবি করতে হবে? কার ভয়ে, কার চাপে এ দীর্ঘসূত্রিতা? আমরা এসব মানতে চাই না।
ময়নাতদন্তের প্রতিবেদনে পাশবিক নির্যাতনের কোনো আলামত না পাওয়া যাওয়ায় তদন্তকারীদের বক্তব্যের কঠোর সমালোচনা করেন তারা।
আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য ইস্তেকবাল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. কবি সামাদ, আবৃত্তিশিল্পী আশরাফুল আলম, গণসংগীতশিল্পী ফকির আলমগীর, পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, নাট্যজন আখতারুজ্জামান প্রমুখ।
১৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম