ঢাকা : প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের ঘটনায় ফেসবুকে সরব প্রধানমন্ত্রীপুত্র ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্রের অভিযোগে শনিবার শফিক রেহমানকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়।
শফিক রেহমানকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের দেয়া এক স্ট্যাটাসের প্রতিবাদ জানাতে গিয়ে ফেসবুকে আলোচনায় জড়িয়ে পড়েন জয়। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত তিনি দুটি স্ট্যাটাস দেন তার ভেরিফাইড পেজে।
সর্বশেষ মঙ্গলবার রাত পৌনে সাতটার দিকে তার ফেসবুক পেজে আরেকটি স্ট্যাটাস দেন জয়। সেখানে তিনি শফিক রেহমানের বাসা থেকে তাকে অপহরণ-সংক্রান্ত এফবিআইএ’র নথি জব্দ করার বিষয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন।
তাতে জয় বলেন, এ ঘটনা নিয়ে আর কি কেউ মিথ্যা বলার চেষ্টা করবেন?
সজীব ওয়াজেদ জয় লিখেন, ‘শফিক রেহমানের বাড়িতে একটি গোপনীয় স্থানে যুক্তরাষ্ট্রে আমার অবস্থান সম্পর্কিত তথ্যসহ এফবিআইর গোপন নথি লুকিয়ে রাখা হয়েছিল। শফিক রেহমান স্বীকার করেছেন, প্রমাণিত অপরাধী এবং সাজাপ্রাপ্ত এফবিআই এজেন্ট রবার্ট লাস্টিকের কাছ থেকে এসব নথি পেয়েছেন তিনি’।
তিনি এটাও স্বীকার করেন যে, ‘যারা যুক্তরাষ্ট্রে আমাকে অপহরণ এবং খুনের পরিকল্পনার দায়ে এরই মধ্যে অভিযুক্ত সেই রিজভি আহমেদ সিজার এবং জোহানস থালেরের সাথেও তার কয়েকটি মিটিং হয়েছে।’
১৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম