শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ১২:০৪:৪৭

শফিক রেহমানকে আরও ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

শফিক রেহমানকে আরও ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

নিউজ ডেস্ক : প্রথম দফা রিমান্ড শেষে সাংবাদিক শফিক রেহমানকে আদালতে হাজির করে আরও ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় এ রিমান্ড আবেদন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় এ রিমান্ড আবেদন করা হবে বলে জানান মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপ-কমিশনার মাশরুকুর রহমান খালেদ।

গত শনিবার শফিক রেহমানকে তার ইস্কাটনের বাসা থেকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে তিনি জয়কে অপহরণ ও হত্যাচেষ্টায় জড়িত এক বিএনপি নেতার সাথে বৈঠক করার কথা স্বীকার করেছে বলে দাবি করেছেন তদন্ত কর্মকর্তারা।

জয়কে অপহরণের চক্রান্তে জড়িত থাকার মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কারাবন্দী মাহমুদুর রহমানকে গত ১৮ এপ্রিল গ্রেপ্তার দেখানোর আবেদন জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। আদালত মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানির জন্য ২৫ এপ্রিল দিন ধার্য করেছে।
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে