নিউজ ডেস্ক : ভারতের মুম্বাই বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইট থেকে একজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম অসীম ভৌমিক (৩৮)।
বৃহস্পতিবার ইন্ডিগো ফ্লাইটের ক্রুদের সাথে দুর্ব্যবহারের কারণে বিমান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কলকাতা থেকে মুম্বাইগামী ইন্ডিগো ফ্লাইট সিক্স ই ৩২৬ এর যাত্রী ছিলেন তিনি।
একজন যাত্রী জানান, ওই বিমানের চার যাত্রী বিমানবালাদের ছবি তুলতে থাকলে তারা আপত্তি করেন। কিন্তু তারা তাতে কান না দিলে বিষয়টি পাইলটকে জানানো হয় এবং তাদের মোবাইল ফোন জব্দ করা হয়।
বিষয়টি এয়ারপোর্ট কন্ট্রোল রুমকে জানানো হয়। পরে বিমানটি অবতরণ করলে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়। একজন পালিয়ে যেতে সক্ষম হন।
পুলিশ কমিশনার বীরেন্দ্র মিশ্র বলেন, তাদের বিরুদ্ধে নারীর শালীনতা লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে ইন্ডিগো এয়ারলাইন্সের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস