নিউজ ডেস্ক : ব্যারিষ্টার নাজমুল হুদাকে চেয়ারম্যান ও অধ্যাপিকা জাহানারা বেগমকে কো-চেয়ারম্যান করে তৃণমূল বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা দেন বিএনপির সাবেক নেতা ব্যারিষ্টার নাজমুল হুদা। ওই অনুষ্ঠানে নাজমুল হুদার হাতে ফুল দিয়ে তৃণমূল বিএনপিতে যোগ দেন সোস্যাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান মো. জাহাঙ্গির মাজমাদার।
এসময় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ প্রসঙ্গে নাজমুল হুদা বলেন, সংলাপ তাদের সঙ্গেই হবে, যারা নির্বাচনে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে। আমি বিশ্বাস করি, শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন করবেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন। তার সরকারের উন্নয়ন এখন দৃশ্যমান। এসময় ১৪ দলীয় জোটকে তৃণমূল বিএনপির সঙ্গে সংলাপে বসার আহ্বান জানান নাজমুল হুদা।
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস