শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ০১:৩২:২৭

ডাক্তারের ভুলে ছাত্রের মৃত্যু, হাসপাতাল ভাংচুর

ডাক্তারের ভুলে ছাত্রের মৃত্যু, হাসপাতাল ভাংচুর

নিউজ ডেস্ক : ডাক্তারদের ভুল চিকিৎসার জেরে খায়রুল ইসলাম (১৪) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার) সকাল ১০টার দিকে শহরে দরগা রোডের মেডিনোভা হাসপাতাল কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী হাসপাতাল ভাঙচুর চালিয়েছে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নিহতের দাদা শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এলার্জিজনিত কারণে খায়রুলকে মেডিনোভা হাসপাতাল কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু ডাক্তাররা যথাযথ চিকিৎসা না দেওয়ায় রোগীর অবস্থা ক্রমেই অবনতি ঘটে। এ সময় ইন্টার্নি চিকিৎসক ডা. পিয়াস তার চিকিৎসা দেয়। এর পরই রোগী মারা য়ায়। এ ঘটনায় বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী  হাসপাতাল ভাঙচুর করে।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম জানান, রোগী মারা যাওয়ার ঘটনায় স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতাল ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে