ঢাকা : কাজী রকিবউদ্দিন আহমেদ নেতৃত্বাধীন নির্বাচন কমিশন যথাযথ ভূমিকা রাখতে পারেনি বলে মনে করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের শরিক ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেছেন, এখন তারা যেসব পদক্ষেপ নিচ্ছেন সেগুলো যদি আগে নিত তাহলে এই ধরনের ঘটনা ঘটত না। তারা নিশ্চুপ ছিল, এখন চাপের মুখে ব্যবস্থা নিচ্ছে। অনেক দেরিতে প্রধানমন্ত্রীর মেসেজ গেছে।
ইসির বিরুদ্ধে ‘সরকারের হয়ে’ কাজ করার অভিযোগ করে আসছে দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি। সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনে অনিয়মের খবর গণমাধ্যমে এলেও কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাদের। সর্বশেষ প্রথম দুই ধাপের ইউপি নির্বাচন ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে বিরোধী জোটের পাশাপাশি ক্ষমতাসীনদের থেকেও নির্বাচন কমিশনের সমালোচনা এসেছে।
তৃতীয় ধাপের ভোট সামনে রেখে বৃহস্পতিবার আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে ‘অনিয়ম, ত্রুটি ও বিচ্যুতিমুক্ত’ ভোট অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ‘নির্দেশনা’ পৌঁছে দেন। তবে সুষ্ঠু ভোটের জন্য তৃণমূলের নেতাকর্মীদের বাড়াবাড়ি ঠেকাতে আওয়ামী লীগ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে কমিশন।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে দুর্নীতি ঠেকাতে সরকার যথযাথ পদক্ষেপ নিতে পারছে না বলে মনে করছেন মেনন। তিনি বলেন, দুর্নীতির বিস্তার ঠেকানো গেলে বাংলাদেশের প্রবৃদ্ধি আরও আড়াই শতাংশ বেশি হত।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি মনে করি সরকার কতগুলো ক্ষেত্রে যথোপযুক্ত পদক্ষেপ নিতে পারছেন না। বাংলাদেশে ব্যাপক দুর্নীতির বিস্তার ঘটেছে। এটা আমাদের উন্নয়নের জন্য বাধা বলে মনে করি। ...দুর্নীতিকে যদি বাদ দিতে পারতাম তাহলে বাংলাদেশের প্রবৃদ্ধি আরও ২ দশমিক ৫ শতাংশ বেড়ে যেত বলে আমাদের ধারণা। এই একটি ক্ষেত্রে দুর্বলতা রয়েছে।
ব্যাংকখাতেও প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্বীকার করেন সরকারের এই মন্ত্রী। তিনি বলেন, ব্যাংকগুলোতে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল তা সঠিকভাবে করতে পারিনি। নিশ্চিতভাবে বেশ কিছু টাকা লুটপাটের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তদন্ত কমিটি প্রতিবেদনে কোন কোন অভ্যন্তরীণ দূর্বলতার জন্য এটা ঘটেছে তা উল্লেখ করেছেন বলেও জানান তিনি।
বর্তমান গণতান্ত্রিক চর্চা নিয়ে মন্তব্য চাইলে রাশেদ খান মেনন বলেন, “বিএনপি-জামায়াতের নাশকতাকে কেন্দ্র করে সরকারকে কিছু কঠোর অবস্থান নিতে হয়েছে। যখনই এ ধরনের অবস্থার তৈরি হয় তখন গণতন্ত্রের স্পেস কিছুটা হলেও সংকুচিত হয়ে যায়।
তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি- প্রশাসনিকভাবে নয়, অনেক বেশি রাজনৈতিকভাবে মোকাবেলা করাটাই যুক্তিযক্ত। কারণ এতে জনগণকে পাশে নিয়েই মোকাবেলা করা যায়। বিভিন্ন ক্ষেত্রে গণতান্ত্রিক আচরণ বা সহনশীলতার যে প্রয়োজন এর অভাববোধ লক্ষ করছি। কারও মত প্রকাশের স্বাধীনতাকে সরকার সংকুচিত করেনি দাবি করে তিনি বলেন, “কেউ সেলফ সেন্সরশিপ করলে সেটা তার ব্যাপার।”
প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য চার জায়গায় সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে জানিয়ে বিমানমন্ত্রী বলেন, এটা শেষ হলেই বলতে পারব কবে কাজ শুরু হবে। পর্যটনের বিকাশে সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, “একজন পর্যটকের জন্য ১১টি কর্মসংস্থানের সৃষ্টি হয়। আমরা মাঝারি গোছের টুরিস্টদের আকৃষ্ট করার চেষ্টা করছি।”
বর্তমানে যত পর্যটক বাংলাদেশে আসছেন ২০১৭ সালের মধ্যে সেই সংখ্যা ১৫ শতাংশ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, শুধু বিনোদনের জন্য নয়, রিলিজিয়াস ট্যুরিজম, হালাল ট্যুরিজম, কালচারাল ট্যুরিজম, ইকো ট্যুরিজম ও কমিউনিটি বেইজড ট্যুরিজম হচ্ছে।
পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশে ৬৬৯ জন জনবল নিয়োগের কথা জানিয়ে মেনন বলেন, দেশের ৯৫ শতাংশই অ্ভ্যন্তরীণ পর্যটন। বিমান দেশের সাতটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে জানিয়ে মন্ত্রী বলেন, বেশ কিছু বেসরকারি এয়ারলাইন্সও দেশের ভেতরে-বাইরে ফ্লাইট পরিচালনা করছে।
মেনন বলেন, “বিমানকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতেই একে পাবলিক লিমিটেড কোম্পানি করা হয়েছে। বিমানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ আছে বলে আমি মনে করি না। ডিআরইউ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ ছাড়াও সংগঠনের অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস