শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ০৫:১৯:৪৭

কঠোর আন্দোলনের হুমকি দিল হেফাজতে ইসলাম

কঠোর আন্দোলনের হুমকি দিল হেফাজতে ইসলাম

নিউজ ডেস্ক : নতুন শিক্ষানীতি বাতিল না করলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম।

শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররম চত্বরে এক বিক্ষোভ সমাবেশে এ হুমকি দেন নেতারা।

হেফাজতের ঢাকা মহানগরীর আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী বলেন, নতুন শিক্ষানীতির নামে দেশে হিন্দুত্ববাদী ও নাস্তিক্যবাদী শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের চক্রান্ত করা হচ্ছে।  সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে তা কখনো বরদাশত করা হবে না।  

তিনি বলেন, ইসলামবিদ্বেষী শিক্ষানীতি আমরা মানি না।  এটি দ্রুত বাতিল না করলে ইসলামপ্রিয় তৌহিদী জনতার আন্দোলনে সরকারকে সমুচিত জবাব দেয়া হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন নূর হোসাইন কাসেমী।  

বক্তব্য রাখেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা আহমদ আলী কাসেমী প্রমুখ।

সমাবেশ শেষে হেফাজতের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন।

মাওলানা নূর হোসাইন কাসেমীর নেতৃত্বে হেফাজতের একটি অংশ সমাবেশে যোগ দিলেও অনুপস্থিত ছিলেন হেফাজতের প্রভাবশালী নেতা মুফতি আবদুল লতিফ নেজামী, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আবুল হাসানাত ও তাদের সমর্থকরা।
২২ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে