শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ০৬:২৫:০৩

ইসলামিক ফ্রন্টের সাথে হেফাজতের হাতাহাতি!

 ইসলামিক ফ্রন্টের সাথে হেফাজতের হাতাহাতি!

নিউজ ডেস্ক : একই ইস্যুতে কর্মসূচি আহ্বান করলেও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বাংলোদেশ ইসলামিক ফ্রন্টের কর্মসূচিতে বাধা দিয়ে সমাবেশস্থল দখল করে নেয় বলে অভিযোগ করা হয়।

শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ চত্বরে এ ঘটনা ঘটে।  এ সময় দুপক্ষের মধ্যে বাধানুবাদ ও হাতাহাতির ঘটনা ঘটে।   পরে হেফাজতের কর্মসূচি শেষ হলে ইসলামিক ফ্রন্ট বিক্ষোভ সমাবেশ করে।

ইসলামিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গির আলম অভিযোগ করেন, জুমার নামাজ শেষে মসজিদ চত্বরে শিক্ষানীতি বাতিলের দাবিতে পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করছিলাম। একই ইস্যুতে এ সময় হেফাজতও সমাবেশ করছিল।  

তিনি বলেন, তারা একপর্যায়ে আমাদের কর্মসূচিতে বাধা দেয়।  তাদের উশৃঙ্খল নেতাকর্মীরা সমাবেশস্থল দখলে করে।  এ সময় তারা আমাদের মাইক ও ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা করে।  বাধা দিলে নেতাকর্মীদের ওপর হামলার চেষ্টা চালায়।  
 
এদিকে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরী শাখার যুগ্ম আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, আমরা কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলাম।  এরপরও যদি এমন ঘটে থাকে তা দুঃখজনক।  সমাবেশ করার অধিকার সবারই আছে।

শিক্ষানীতি বাতিলের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় হেফাজতে ইসলাম ও ইসলামিক ফ্রন্ট।  জুমার নামাজের পর উভয় সংগঠনের নেতাকর্মীরা পাশাপাশি কর্মসূচি শুরু করে।

হেফাজতের নেতাকর্মীরা ইসলমিক ফ্রন্টের নেতাকর্মীদের কর্মসূচি পালনে বাধা দেয় বলে অভিযোগ করা হয়।  এ সময় দুপক্ষে বাধানুবাদ ও হাতাহাতির ঘটনা ঘটে।  পরে হেফাজতের সমাবেশ শেষ করে বিক্ষোভ মিছিল বের করে।  এরপর সমাবেশ শুরু করে ইসলামিক ফ্রন্ট।

ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর সভাপতি সৈয়দ আবু ছায়িদ শাফিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট জাহাঙ্গির আলম, অ্যাডভোকেট শাহীদ রিজভী, ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি এম মনির হোসাইন, ফরিদ মজুমদার, এ বি এম আরাফাত মোল্লা, মিজানুর রহমান, এন এইচ তুষার, সামিউল আলম শুভ প্রমুখ।
২২ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে