শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ০৮:৩২:২৮

ছেলেসন্তানের জন্য আক্ষেপ, কন্যাসন্তানকে রেখে পালাল মা

ছেলেসন্তানের জন্য আক্ষেপ, কন্যাসন্তানকে রেখে পালাল মা

ঢাকা : এক মায়ের কাণ্ড, ছেলেসন্তানের জন্য আক্ষেপ করে কন্যাসন্তানকে হাসপাতালে রেখে পালাল মা।  ঘটনাটি ঘটেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ২০৫ নম্বর ওয়ার্ডে।

৭ দিনের নবজাতক মেয়েকে রেখে পালিয়ে গেছেন তার মা।  গত তিন-চার দিন ধরে নবজাতকের দেখাশুনা করার মতো কাউকে পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

ঢামেক সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল সিজারের মাধ্যমে জন্ম হয় মেয়ে শিশুটির।  জন্মের পর কয়েকদিন শিশুটির মা তার সঙ্গে ছিলেন। তবে মঙ্গলবার থেকে নবজাতকটিকে দেখার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে ২০৫ নম্বর ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ফাতেমা সাঈদ জানান, গত ১৫ এপ্রিল সিজারের মাধ্যমে নবজাতকটির জন্ম হয়। নবজাতকটির ওজন ৩ কেজি।  পেটের এক পাশে অপারেশন রয়েছে তার।

তিনি জানান, অভিভাবকের অভাবে অপারেশন করা স্থান ঠিকমতো পরিষ্কার করা হচ্ছে না।  তাতে ইনফেকশনের ঝুঁকি বাড়ছে।  আমরা সাধ্যমতো চেষ্টা করছি।  

তবে পাশের সিটের মহিলারা পালিয়ে যাওয়া মাকে ছেলেসন্তানের জন্য আক্ষেপ করতে শুনেছেন বলে জানান।  তিনি বলতেন, এবারো মেয়ে হলো! স্বামী আমাকে তালাক দেবে।  হয়তো মেয়ে সন্তানের কারণেই নবজাতকটিকে রেখে পালিয়ে গেছেন তিনি।

ঢামেকের পরিচালক মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, বিষয়টির খোঁজ-খবর নেয়া হচ্ছে।  নবজাতকটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিতে চেষ্টা করা হচ্ছে।  নবজাতকের যত্নের ব্যাপারে কোনো অবহেলা করা হবে না বলেও জানান তিনি।
২২ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে