নিউজ ডেস্ক: বাংলাদেশে ভিন্নমত, ভিন্ন বিশ্বাসীদের প্রতি বৈষম্য ও ভয়ংকর হামলা নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের ডেমোক্র্যাট দলের প্রভাবশালী সদস্য তুলসী গ্যাবার্ড। তিনি সম্প্রতি খুন হওয়া মুক্তমনা ব্লগার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমুদ্দিন সামাদের প্রসঙ্গ উল্লেখ করে ধর্মনিরপেক্ষ ব্যক্তি ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা এবং হত্যা বন্ধ করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন।
গত বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে দেওয়া বক্তব্যে হাওয়াই থেকে নির্বাচিত তুলসী গ্যাবার্ড এসব কথা বলেন। ভারতীয় বংশোদ্ভূত কংগ্রেস সদস্য তুলসী বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির এশিয়া ও প্যাসিফিক উপকমিটির সদস্য।
বাংলাদেশে গত ১৪ মাসে নাজিমসহ ধর্মনিরপেক্ষ সংগঠক বা ভিন্নমতাবলম্বী, ধর্মীয় সংখ্যালঘু বা ভিন্ন ধর্মবিশ্বাসের কারণে সংঘটিত সব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন তুলসী। তিনি বলেন, ‘বাংলাদেশের এসব হত্যাকাণ্ড আমাদের মূল্যবোধের ওপর হামলা।’
২০১৫ সালে বাংলাদেশ পরিস্থিতি কেমন ছিল, তার ওপর একটি সর্বসম্মত প্রস্তাব কংগ্রেসে উপস্থাপন করেছেন কংগ্রেসওম্যান তুলসী। এইচআরইএস ৩৯৬ নামের ওই প্রস্তাবে বাংলাদেশে ভিন্নধর্ম, ভিন্ন বিশ্বাসীদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার কথা বলা হয়েছে। কংগ্রেসে বাংলাদেশবিষয়ক প্রস্তাবটিকে সমর্থন দিয়ে পাস করার জন্য তুলসী তাঁর বক্তব্যে কংগ্রেস সহকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
২৩ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ