শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬, ০৩:২৫:৫৮

‘বেতন পান ৩০-৩২ হাজার টাকা, অনুষ্ঠানে এত টাকা কোথা থেকে আসে’?

‘বেতন পান ৩০-৩২ হাজার টাকা, অনুষ্ঠানে এত টাকা কোথা থেকে আসে’?

ঢাকা : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সব মিলিয়ে ০বেতন পান ৩০-৩২ হাজার টাকা, কিন্তু এত আয়োজন করে কীভাবে অভিষেক অনুষ্ঠান করছেন? এত টাকা কোথা থেকে আসে আপনাদের কাছে?

তিনি বলেন, কোনো ধরনের দুর্নীতিতে ছাড় দেয়া হবে না।
 
শনিবার বাংলাদেশ খাদ্য কর্মকর্তা সমিতির নবনির্বাচিত নেতাদের অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
খাদ্যমন্ত্রী বলেন, এ বেতনে আপনাদের সংসার চালাতে কষ্ট হয়।  এত বড় অনুষ্ঠান কীভাবে আয়োজন করেন? আবার অনুষ্ঠান শেষে খাবারেরও ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, আমার এ ধরনের অনুষ্ঠানে আসতে বিবেকে বাধে। ভবিষ্যতে আমি এ ধরনের অনুষ্ঠানে আসব কি না তা ভেবে দেখবো।  আপনাদের বলি, এগুলো পরিহার করুন।
 
কামরুল ইসলাম বলেন, আপনারা কৃষকের কাছ থেকে চাল কেনেন না, কোনো মাধ্যমে চাল কেনেন তা খতিয়ে দেখব।  কোনো ধরনের দুর্নীতি করলে ছাড় দেয়া হবে না।
 
খাদ্যমন্ত্রী বলেন, আপনারা আমার কাছে বিভিন্ন দাবি তুলে ধরেছেন। কিন্তু আমি বলতে চাই, কিছু পেতে হলে কিছু দিতে হয়।  সততার সঙ্গে কাজ করবেন, আমি এটাই চাই।
 ২৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে