রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬, ০১:৩৪:৫৭

রানা প্লাজার ভুক্তভোগীদের পাশে একজন লরা সাইগেল

রানা প্লাজার ভুক্তভোগীদের পাশে একজন লরা সাইগেল

মিজানুর রহমান : রানা প্লাজায় নিহতদের জন্য কাঁদছে বিশ্ব। মর্মান্তিক ওই ঘটনায় নিরীহ শ্রমিকের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করছেন ভিনদেশিরা। দেশে দেশে তাদের জন্য শোক পালিত হচ্ছে। তাদের পরিবারের প্রতি সহানুভূতির হাতও বাড়িয়েছেন সাত সমুদ্রের ওপারে থাকা মানবতাবাদীরা। যে যার অবস্থানে থেকে কাজ করছেন চরম অনিশ্চয়তায় থাকা ভুক্তভোগীদের পরিবারগুলোর জন্য। এমনই একজন কানাডিয়ান ফ্যাশন ডিজাইনার লরা সাইগেল। রানা প্লাজায় নিহত ১১২৭ শ্রমিকের সম্মানে ‘প্রজেক্ট ১১২৭’ নামে একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিনি। এ উদ্যোগের আওতায় প্রতিটি জীবনের জন্য একটি স্কার্ফ তৈরি করেছেন তিনি। সে হিসাবে নিহত ১১২৭ জনের পরিবারের জন্য ১১২৭টি স্কার্ফ তৈরি করেছেন ওই নারী ডিজাইনার। ওই স্কার্ফ বিক্রির সমুদয় অর্থ ভিকটিমদের পরিবারের হাতে পৌঁছে দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, লরা সাইগেল এমন ঘটনা রোধে বিশ্বব্যাপী ‘সচেতনতা’য় সোচ্চার। বাংলাদেশে তো নয়ই, বিশ্বের কোথাও যেন আর ‘রানা প্লাজা’র মতো মৃত্যুকূপ না ঘটে- এমনটাই চাওয়া তার। খ্যাতিমান ওই ডিজাইনার রানা প্লাজার সেদিনের ঘটনা স্বচক্ষে দেখেননি। তিনি এর ভয়াবহতা প্রত্যক্ষ করেছেন বিশ্ব মিডিয়ায়। ভিকটিম-পরিবারগুলোর আহাজারি শুনেছেন দূরদর্শনের কল্যাণে। এটি তাকে এতটাই তাড়িত করেছে যে, ভিকটিমদের জন্য কিছু একটা করার উপায় খুঁজছিলেন ওই নারী। অবশ্য তিনি তার কর্মক্ষেত্রেই কিছু করার উপায় খুঁজে পান। নিহতদের স্মরণে স্কার্ফ তৈরির বিষয়টি মাথায় আসার পর গত বছর স্বল্প পরিসরে তা করার উদ্যোগ নেন। তাতে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়ে যান। আর সে জন্যই এবার বিস্তৃত পরিসরে নিহতদের সংখ্যা ধরে ‘প্রজেক্ট ১১২৭’ চালু করেন। প্রজেক্ট ঘোষণার পর থেকে লরা এবং তার উদ্যোগকে নিয়ে বিশ্বমিডিয়ায় আলোচনা চলছে। সুপরিচিত ম্যাগাজিন ‘ভ্যোগ’-এ এসেছে তার উদ্যোগ নিয়ে প্রতিবেদন। এতে বলা হয়েছে, লরা ভারত ও দক্ষিণ আমেরিকায় আর্টিসানের সঙ্গে কাজ করেন। তবে ‘জীবনের জন্য স্কার্ফ’ তৈরির যে উদ্যোগ তিনি নিয়েছেন সেটি করেছেন শ্রীপুর ভিলেজ নামের একটি প্রতিষ্ঠানের সহায়তায়। উদ্যোক্তা লরা ভিকটিমদের প্রতিটি পরিবারের কল্যাণে আপাতত একটি স্কার্ফের অর্থ ব্যয় করার ঘোষণা দিয়েছেন। তবে তিনি আশা করেছেন, তার এ উদ্যোগের দেখাদেখি অন্যরাও এগিয়ে আসবেন। বিশেষ করে তৈরি পোশাকশিল্পের বিষয়ে বিশ্বব্যাপী আলোচনা ও বিতর্ক হবে। তার ভাষায়, ‘বিষয়টি আপনি যত মানুষের আলোচনার মধ্যে নিতে পারবেন, সমাধান খুঁজে পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে।
হাতে বোনা স্কার্ফগুলো শাড়ি, কাপড় এবং সিল্কের সঙ্গে ব্যবহার করা যাবে জানিয়ে পরবর্তী বছরে এ উদ্যোগের ধারাবাহিতা রক্ষার ঘোষণা দিয়েছেন লরা। বলেছেন, আশা করি লিমিটেড এডিশনে আগামীতেও এটি করতে পারবো। তিনি দুই ধরনের স্কার্ফ তৈরি করেছেন। এটি আজ থেকে বাজারে বিক্রির জন্য উন্মুক্ত করা হচ্ছে। ২২ ইঞ্চি স্কার্ফের দাম ধরা হয়েছে ১৩৫ ডলার আর ৩৮ ইঞ্চি  স্কার্ফ বিক্রি হবে ১৯৫ ডলারে।-মানবজমিন

২৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে