রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬, ০৩:৩১:৫৪

তৃতীয় ধাপে নির্বাচনের অনিয়মে ইসির অসন্তোষ

তৃতীয় ধাপে নির্বাচনের অনিয়মে ইসির অসন্তোষ

নিউজ ডেস্ক: চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণে বিভিন্ন অনিয়মের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন- ইসি।

শনিবার নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ চার কমিশনার ও ইসি সচিবকে নিয়ে বৈঠক করেন।

বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, 'আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তায় আমরাও ভালো ভোটের প্রত্যাশা করেছি। কিন্তু দলীয় নেত্রীর মনোনয়নের বাইরে গিয়েও যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তারা তো গোলযোগ করেই যাচ্ছেন।'

তবে যেখানেই অনিয়ম পাওয়া যাচ্ছে, সেখানে কেন্দ্র স্থগিত করা হচ্ছে বলেও জানান তিনি।

অসন্তোষ প্রকাশ করে আবু হাফিজ বলেন, 'আমরা সর্বাঙ্গীণ ভালো নির্বাচন চাই। এখন ভোট শেষে বলা যাবে কেমন ভোট হল। ঝামেলা কম-বেশি হয়, তুলনাটা এ জন্য শেষে করতে চাই।'

অপর নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, 'আমরা নিজেরাই খোঁজ-খবর রাখছি। মাঠ পর্যায়ের বিভিন্ন তথ্য আসছে। অভিযোগ পাওয়া মাত্রই যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশনা দিচ্ছি।'

তিনি আরও বলেন, সব ধরনের ব্যবস্থা নেয়ার পরও এ ধাপে তুলনামূলক ভালো নির্বাচনের আশা ছিল। সহিংসতা বেশি হয়নি। তবে কোথাও কোথাও কেন্দ্র স্থগিত করতে হয়েছে।-যুগান্তর

২৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে