নিউজ ডেস্ক: রাজধানীর বাড্ডায় এক কাঠের দোকানে 'দুষ্টুমি করে' কমপ্রেসার দিয়ে এক মিস্ত্রির মলদ্বারে তার সহকর্মীরা হাওয়া দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এতে আহত বাড্ডার সাঁতারকুলের ঢাকা টিম্বার কমপ্লেক্সের মিস্ত্রি মোহাম্মদ আহসান (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন দোকানটির ম্যানেজার।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, শনিবার বেলা সাড়ে ১১টায় আহসান হাসপাতালে এসেছেন। তার বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা চলছে।
২০১৫ সালের ৩ আগস্ট খুলনা নগরীর একটি ওয়ার্কশপে
মোটরসাইকেলে হাওয়া দেয়ার কমপ্রেসার মেশিনের মাধ্যমে মলদ্বারে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয় রাকিব হাওলাদার (১২) নামের এক শ্রমিককে। তিন মাসের মাথায় ৮ নভেম্বর ওই ঘটনায় দায়ের মামলার রায় হয়; যাতে দুইজনকে দেয়া হয় মৃত্যুদ-।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি বলেন, 'ছেলেটির পেট ফুলে গিয়েছে। আল্ট্রাসনোগ্রামসহ বিভিন্ন ধরনের পরীক্ষা করা হচ্ছে।'
ঢাকা টিম্বার কমপ্লেক্সের ম্যানেজার মো. জহির বলেন, 'শনিবার সকালে দুষ্টুমি করে আহসানের পায়ুপথে দোকানের কাঠ পরিষ্কার করার কাজে ব্যবহৃত কমপ্রেসার তার সহকর্মী সাদ্দাম, কামরুল ও আবদুল আওয়ালসহ কয়েকজন মিলে ঢুকিয়ে দেয়। 'এতে আহসান চিৎকার করে ছটফট করতে করতে মাটিতে পড়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।'
বাড্ডা থানার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন বলেন, 'এরকম একটা ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের থানায় আনতে বলা হয়েছে।-যায়যায়দিন
২৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ