নিউজ ডেস্ক: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীদের জয়জয়কার। এ ধাপে শনিবার দেশের ৪৮ জেলার ৬১৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হয়।
রাত ১টা পর্যন্ত প্রাপ্ত ৫৫৫ টি ইউপির ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ৩৫৩টি, বিএনপি মনোনীত প্রার্থীরা ৫২টি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থীরা ১২টি, স্বতন্ত্র প্রার্থীরা ১৩৫টি ও অন্যান্য দল মনোনীত প্রার্থীরা ৩টিতে জয় পেয়েছেন।
এর আগে সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলা এ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে ভোট জালিয়াতি, কেন্দ্র দখল, সংঘর্ষ-সহিংসতায় প্রাণহানি এবং প্রতিপক্ষের ভোট বর্জনের ঘটনা ঘটে।
এদিন নির্বাচনী অনিয়মের কারণে ২৪টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
একই কারণে বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদের ফলও স্থগিত করা হয়।
এর আগে ২২ মার্চ অনুষ্ঠিত প্রথম ধাপ ও ৩১ মার্চ দ্বিতীয় ধাপের নির্বাচনেও আওয়ামী লীগ নিরংকুশ জয়লাভ করেছিল।-যুাগান্তর
২৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ