স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিণ মুর্তজাকে দেয়া হয়েছে বড় লজ্জা। দল থেকেই বাদ পড়েছেন তিনি। তার পরিবর্তে নেয়া হয়েছে নতুন অধিনায়ক।
গ্যালারিতেই বসে আছেন মাশরাফি বিন মুর্তজা। এসবই যেন ভাগ্য! এত দিন ধরে জাতীয় দলের মেন্টর হিসেবে আছেন তিনি। দলের সাফল্যের জন্য মাশরাফির মেধাকে মূল্যায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
কিন্তু চলমান ঘরোয়া লিগে কলাবাগান কর্তৃপক্ষ সেভাবে চিন্তা করতে নারাজ। নিজেদের প্রথম ম্যাচে তামিমের দলের বিপক্ষে বড় ব্যবধানে হেরে যায় মাশরাফির কলাবাগান।
মাশরাফি ব্যাট হাতে ৫ বলে করেন ১ রান। বল হাতে নেই সাফল্য। মাশরাফির এই ক্রিকেটই তার ছিটকে যাওয়ার কারণ। তবে ক্রিকেট যাইহোক জাতীয় দলের অধিনায়ককে এটি বড় লজ্জা দেয়ার সামিল এটি।
নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার মাহমুদুল হাসান নামের এক তরুণ ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে মাঠে নামায় কলাবাগান। বসিয়ে রাখা হয়েছে চুক্তিবদ্ধ দল নেতা মাশরাফিকে।
তবে রোববারেও অবস্থা ভালো নয় কলাবাগানের। কলাবাগান খেলছে শেখ জামালের বিপক্ষে। শুরুতে ব্যাটিং নিয়ে বিপর্যয়ে কলাবাগান। মাশরাফির নেতৃত্বকে এখন ঠিকই টের পাচ্ছে কলাবাগান।
২৪ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর