নিউজ ডেস্ক : সাভারে অন্তত ১০টি পোশাক কারখানায় ব্যাপক ভাঙচুর করেছে শ্রমিকরা। রানা প্লাজা ধসের তৃতীয় বার্ষিকী উপলক্ষে কারখানা ছুটি ঘোষণা না করায় তার এ ভাঙচুর চালায় বলে জানা যায়।
রোববার সকালে সাভারের বিরুলিয়া রোডসহ বিভিন্ন স্থানে এঘটনা ঘটে। এসময় মালিকপক্ষ ও শ্রমিকদের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫ শ্রমিক।
শিল্প পুলিশ জানায়, সকালে সাভার-বিরুলিয়ার রোডে
পুর্ব রাজাশন এলাকায় ভিশন গার্মেন্টস শ্রমিকরা কারখানায় প্রবেশ করে ছুটির জন্য বিক্ষোভ মিছিল করে। এসময় মালিকপক্ষ ছুটি না দেওয়ায় শ্রমিকরা কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর চালায়। পরে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে পাশের হাইপয়েড়, আজিম গ্রুপ, পাকিজাগ্রুপসহ বিভিন্ন স্থানে অন্তত দশটি গার্মেন্টসে ব্যাপক ভাঙচুর চালায়।
এসময় ভাঙচুরে বাধা দেওয়ায় শ্রমিকদের সাথে মালিকপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় । সংঘর্ষে এসময় অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়। আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ১০টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
আশুলিয়া শিল্প পুলিশ -১ এর পরিচালক মোস্তাফিজার রহমান ১০টি পোশাক কারখানা ভাঙচুর করার বিষয়টি নিশিচত করেছেন ।
২৪ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/ইব/পিন্স