রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬, ০২:১৯:৩৮

এমন কোনো ভোটকেন্দ্র নেই, যার সামনে বন্দুকযুদ্ধ হয়নি : নোমান

এমন কোনো ভোটকেন্দ্র নেই, যার সামনে বন্দুকযুদ্ধ হয়নি : নোমান

নিউজ ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘এমন কোনো ভোটকেন্দ্র নেই, যার সামনে বন্দুকযুদ্ধ হয়নি। আর কমিশন বলছে তৃতীয় ধাপের নির্বাচন আরও ভালো হয়েছে!’ সরকার জনগণকে বায়োস্কোপ দেখাচ্ছে।

রোববার (২৪ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদ আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

সরকারের পতন প্রসঙ্গে নোমান বলেন, ‘আলোচনা বা টেলিভিশনে কথা বলার মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো যাবে না। তারা যদি আমাদের একজনকে আঘাত করে, তাহলে তাদেরকেও আমাদের আঘাত করতে হবে। তা না হলে এ সরকারের পতন সম্ভব নয়।’
 
জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদ সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, কে এম রাকিবুল ইসলাম রিপন, ব্যারিস্টার পারভেজ আহমেদ প্রমুখ।

২৪ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/ইব/পিন্স

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে