ঢাকা : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পহেলা মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
মহান মে দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে এ যৌথসভার আয়োজন করা হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপি, ঢাকা মহানগর এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
রুহুল কবির রিজভী বলেন, গণপূর্ত অধিদপ্তর পুলিশের অনুমতি সাপেক্ষে এরই মধ্যে শ্রমিক দলকে শ্রমিক সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি দিয়েছে।
তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো অনুমতি পাওয়া যায়নি। আশা করছি, নির্ধারিত সময়ের আগেই অনুমতি পাওয়া যাবে।
তিনি বলেন, পহেলা মে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশের জন্য গত ২৭ মার্চ যথাযথ কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়। পুলিশ অনুমতি দিলে সমাবেশ আয়োজনের ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর।
বিজভী বলেন, এরপর শ্রমিক সমাবেশের অনুমতি চেয়ে গত ৭ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করা হয়। অনুমতি না পাওয়ায় ২৩ এপ্রিল চিঠির বিষয়ে প্রশাসনকে আবারো অবহিত করা হয়েছে।
তিনি বলেন, শ্রমিক সমাবেশে ঢাকা ও এর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, গাজীপুর, টঙ্গি, নরসিংদীসহ বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা যোগ দেবেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন-উর রশিদ, আসলাম চৌধুরী; সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন প্রমুখ।
২৪ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম