নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্রে ৩ ব্যক্তি জড়িত বলে তথ্য দিয়েছেন সম্প্রতি গ্রেফতার হওয়া শফিক হেরমান।
রিমান্ডে থাকা শফিক রেহমান এই তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মনিরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে মনিরুল বলেন, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্রের সাথে ৩ বাংলাদেশি ব্যক্তি জড়িত বলে আমাদের তথ্য দিয়েছেন শফিক রেহমান।
এই ৩ জনের পরিচয় রিমান্ডে শফিক রেহমান পুলিশকে জানিয়েছেন। তাদের সাথে রাজনৈতিক সম্পৃক্তরা রয়েছে বলে জানান তিনি।
মনিরুল বলেন, জয়কে অপহরণ করে হত্যার জন্য ৩০ হাজার মার্কিণ ডলার পাঠানো হয়। এর মধ্যে ১০ হাজার ডলার নাকি শফিক রেহমানের নামে পাঠানো হয়।
মনিরুল জানান, বাকি অর্থ কাদের নামে পাঠানো হয়েছে এই বিষয়টি খোঁজা হচ্ছে। শফিক রেহমান যে ৩ জনের নাম বলেছেন তাদের নাম আরও পরে প্রকাশ করা হবে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জানান পুলিশের এই কর্মকর্তা।
২৪ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর