রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬, ০২:৫৭:১৩

সরকারের উন্নয়ন দেখে না মিডিয়া, খুঁত দেখলেই বেশি প্রকাশ করে : প্রধানমন্ত্রী

সরকারের উন্নয়ন দেখে না মিডিয়া, খুঁত দেখলেই বেশি প্রকাশ করে   : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : সরকারের উন্নয়ন না দেখে সংবাদমাধ্যমগুলো সামান্য খুঁত দেখলেই তা বেশি প্রকাশ করে। সরকার যখন দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যায় তখন সে খবরের গুরুত্ব কম পায়। এমনটা হতে পারে না।  

রাজধানীর আগারগাঁওয়ে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরে রোববার দুপুরে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসসহ দেশের ৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করেন তিনি।


তিনি বলেন, দেশে সংবাদমাধ্যমের বিকাশের জন্য টেলিভিশন রেডিওর লাইসেন্স তার সরকার দিয়েছে, কিন্তু সেগুলোতে টক শো করার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু এসব টক শোতে সরকারের সমালোচনাই বেশি হয়।

২৪ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/ইব/পিন্স

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে