রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬, ০৩:৫২:৪০

রাত ১২টার পর থেকে কমছে জ্বালানি তেলের দাম

 রাত ১২টার পর থেকে কমছে জ্বালানি তেলের দাম

ঢাকা : আজ রাত ১২টার পর থেকেই কমছে সব ধরনের জ্বালানি তেলের দাম।  সোমবার থেকেই কার্যকর হবে নতুন মূল্য।

২৪ এপ্রিল রোববার বিকেলে এ ব্যাপারে গ্যাজেট জারি হচ্ছে বলে মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে।  লিটার প্রতি তেলে কত টাকা কমবে তা গ্যাজেট জারি হওয়ার পরই জানা যাবে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে ২০১৪ সালের জুন থেকে।  কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত দাম কমেনি।

আন্তর্জাতিক বাজারের বর্তমান দাম (অপরিশোধিত প্রতি ব্যারেল বা ১৫৯ লিটার) অনুযায়ী প্রতি লিটার ফার্নেস অয়েল বিপিসি কিনছে ৩০ টাকায়, অকটেন ৫৫ টাকায় ও পেট্রল ৫০ টাকায়।  

ডিজেল আর কেরোসিন কিনছে ৩৮ টাকায়।  কিন্তু দেশের বাজারে বিপিসি বিক্রি করছে প্রতি লিটার অকটেন ৯৯, পেট্রোল ৯৬, কেরোসিন ও ডিজেল ৬৮ টাকায়।  

দেশে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৫৫ লাখ মেট্রিক টন, যার প্রায় পুরোটাই আমদানি করা হয়।  

এদিকে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে সর্বশেষ ২০১৩ সালের ৪ জানুয়ারি বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। তখন পেট্রোল-অকটেন লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেল কেরোসিনের দাম ৭ টাকা করে বাড়ানো হয়েছিল।
২৪ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে